শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বরগুনায় সিডর দিবস পালিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আলোচনাসভা, গণকবরে পুষ্পস্তপক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরনসভার মধ্য দিয়ে বরগুনায় সিডরের ১৬ বছর পালন করার হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলার গর্জণবুনিয়া এলাকায় সিডরে নিহতের গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর স্মরণসভা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মোহাঃ রফিক ইসলাম , সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস প্রমুখ।

২০০৭ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্নিঝর সিডর আঘাত হানে উপকূলীয় এলাকায়। মাত্র আধাঘন্টার তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকুল। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তেই পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারী হিসেব অনুযায়ী সিডরের তাণ্ডবে বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষ নিহত হন। আর এখনও নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন। তবে বেসরকারী হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

তীব্র জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় জেলার ৬৮ হাজার ৩শ ৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। ভেসে যায় গবাদিপশু, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো। সিডরের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More