বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ মার্চ) সকালে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আসাদুল হাওলাদার। আসাদুল হাওলাদার উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে। ওই স্কুলছাত্রীর বাবা মামলা দায়েরের পরপরই আসাদুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা জানান, জেলার মহিপুর এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়। তাকে তালতলী থানায় সোপর্দ করা হবে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, শনিবার (১১ মার্চ) রাতে তালতলী থানায় এ বিষয়ে মামলা করেছি। র্যাব আসাদুলকে গ্রেফতার করেছে। অভিযানের সময়ে একটি টিমের সঙ্গে আমিও ছিলাম।
তিনি আরও বলেন, আসাদুল তাঁর কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ এবং ছবি–ভিডিও করে। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কলে নগ্ন হয়ে কথা বলতে বাধ্য করে এবং ফের ভিডিও করে। ৮ মার্চ কিশোরীর মাকে মেয়ের সেই ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন আসাদুল। টাকা না দেওয়ায় কিশোরীর নিকটাত্মীয়সহ এলাকার লোকজনের কাছে সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে সেই আপত্তিকর ভিডিও পাঠায় আসাদুল।
বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর লজ্জায় গত ৯ মার্চ সকালে কিশোরীর মা (৩৫) ব্যাটারির এসিডযুক্ত পানি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।
এফএম/দীপ্ত সংবাদ