বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন বন্দর আমীরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতিসহ নারী কেলেঙ্কারির অভিযোগে মানববন্ধনের আয়োজন করে স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।
মানববন্ধনে ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করে প্রধান শিক্ষকের অনুসারীরা। ঘটনায় সাংবাদিক সহ পাঁচ জন আহত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল সাড়ে দশটায় রূপধন বন্দর আমীরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো দৈনিক ভোরের দর্পনের সাংবাদিক আশরাফুল ইসলাম শাকিল (২৮), অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)। সবাইকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মানববন্ধন চলাকালে স্থানীয় শাহিন, শামিম, বাপ্পি, ইদ্রিস ও কালমেঘা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে নিয়ে অভিভাবকদের মারধর করে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে যায়যায়দিনের প্রতিনিধি নজমুল হকের মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং দৈনিক ভোরের দর্পণের আশরাফুল ইসলাম শাকিলের উপর হামলা করে।
ঘটনার পরই প্রেসক্লাবে সভা ডেকে সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্প্রতি সাংবাদিক নাদিমের রক্তের দাগ শুকানোর আগেই পাথরঘাটায় সাংবাদিকে লাঞ্ছিত করা হয়েছে। এর বিচার না হলে আন্দোলন করা হবে।
বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থিক দুর্নীতি, নারী কেলেঙ্কারির ও অভিভাবকদের সাথে খারাপ আচরন সহ নানা অভিযোগ রয়েছে, এ ঘটনায় আজ মানববন্ধন করতে গেলে তাদের উপরে হামলার করে প্রধান শিক্ষকের অনুসারীরা যা খুবই নিন্দনীয়।
পাথরঘাটা থানার কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, বিষয়টি আমি অবগত হয়েছি অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শাহ্ আলী/এসএ/দীপ্ত নিউজ