আঃ হাকিম মৃধার বয়স হয়েছে একশত বছরে উপরে, তারপরেও রাখেন রোজা, একাই করেন চলাফেরা। বয়সের ভারে নুয়ে গেছে অনেকটা। এঅবস্থায় টানা ২৫ বছর ধরে একই মসজিদে করেন মুয়াজ্জিনি।
ঝালকাঠির জেলার নলছিটি পৌর এলাকার সারদল গ্রামে মুয়াজ্জিনি করেন আঃ হাকিম মৃধা। বয়সের ভারে কোন কাজ করতে পারেননা তিনি। তিন পুত্র ও দুই মেয়ে সন্তান রয়েছে তার।
এলাকায় সব চাইতে প্রবীণ ব্যাক্তি হওয়ায় তাকে সবাই ডাকে বড় মিয়া নামে। তবে দিব্যি হাঁটাচলা করতে পারছেন তিনি। চোঁখে কোন রকমের চশমা লাগেনা চলাচল করতে। মাঝে মধ্যে সামান্য অসুস্থ হলে সরকারী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন।
দীর্ঘ ২৫ বছর ধরে নিজ গ্রামের তালুকদার বাড়ী সম্মুখে আল আকসা জামে মসজিদে নির্ধারিত কোন বেতন ছাড়াই করেন মুয়াজ্জিনি। মসজিদ পরিচালনা কমিটি সামান্য কিছু টাকা সম্মানী দিয়ে থাকেন তাকে।
মসজিদের ইমাম মোঃ মাহাদী হাসান জানান, আমি প্রায় ৫ বছর পর্যন্ত এই মসজিদে ইমামা হিসেবে রয়েছি। এ পর্যন্ত মুয়াজ্জিন হাকিম মৃধার খারাপ কোন অভ্যাস দেখিনি বরং বন্যা বৃষ্টি ও গভীর শীতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের আজান এবং জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করেন মুয়াজ্জিন সাহেব।
মুয়াজ্জিন হাকিম মৃধা জানান, শরীরে যতদিন সুস্থ ও বেঁচে আছি ততদিন মসজিদের খেদমত করে যাবো।
আফ/দীপ্ত সংবাদ