বর্ষাকালে নদ–নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এ সময় বন্যা হলে বসতবাড়ি, দোকান–পাট পানিতে তলিয়ে যায়। বাড়তি পানি প্রবেশ করে সাপের বসবাসস্থলেও। তাই গর্ত থেকে সাপ বেরিয়ে আসে জীবন বাঁচাতে। ফলে সাপের উপদ্রবে প্রাণ হারান অনেকে।
তাই চলুন জেনে নিই কীভাবে বর্ষাকালে সাপ থেকে সাবধান থাকবেন। এছাড়া ঘর থেকে কীভাবে সাপ তাড়াবেন–
কার্বলিক এসিড বা ফেনল ব্যবহার
বাড়ি থেকে সাপ দূরে রাখতে সবচেয়ে বেশি কার্যকরী কার্বলিক এসিড বা ফেনল। ফেনলের গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই ঘরের উঁচু স্থানে কার্বলিক এসিডের বোতলের মুখ খুলে রাখলে আর সাপ আসবে না।
তবে অবশ্যই খেয়াল রাখবেন কার্বলিক এসিড যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়। কেননা প্লাস্টিকের বোতলে এসিড রাখলে বোতল গলে যাবে। অবশ্যই এ এসিড কাঁচের বোতলে সংরক্ষণ করতে হবে।
সালফার বা গন্ধক
সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হল সালফার বা গন্ধক। সালফারের গুঁড়া সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে। অল্প পরিমাণ সালফারের গুঁড়া ঘরে ছিটিয়ে রাখুন। সাপ আর আসবে না।
ন্যাপথলিন
সাপ তাড়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই ঘরের ভিতরে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন।
সাবান
হাতের কাছে কার্বলিক এসিড না পেলে লাল রঙের লাইফবয় সাবানও ব্যবহার করতে পারেন। এই সাবানে কার্বলিক এসিড বিদ্যমান। সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন, সাপ আর আসবে না।
রসুন
রসুনের গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। তাই আপনি খুব সহজেই ঘরেই সাপ তাড়ানোর উপাদানটি তৈরি করতে পারেন। যেভাবে করবেন– কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যেকোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন।
সুপ্তি/ দীপ্ত সংবাদ