বড়দিন উপলক্ষ্যে জার্মানিতে চলছে যিশুখ্রিস্টের জন্মকাহিনীর প্রদর্শনী। আড়াইশো বছর ধরে প্লোসবার্গ শহরে হচ্ছে এই প্রদর্শনী।
বিশাল গ্যালারি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাইবেলে বর্ণিত বিভিন্ন ঘটনা। রয়েছে যিশুখ্রিষ্ট্রের জন্ম, শৈশব ও যৌবনকাল, ক্রুশ বহন, স্বর্গীয় দূত, অ্যাডাম আর ইভ, গ্রামবাসীর জীবনযাত্রা, গাছপালা, জীবজন্তু ও ফুটবল খেলোয়াড়দের দৃশ্য। সবকিছুর কেন্দ্রে রয়েছে বেথলেহেম।
বড়দিন উদযাপনের জন্য খোদাই করা ৮ হাজার ২৩টি পুতুলে সাজানো হয়েছে জার্মানির প্লোসবার্গ শহরের এই প্রদর্শনী। ঐতিহ্যবাহী এই প্রদর্শনীর এবার ৫০তম আসর। পাঁচ বছর পরপর এটি আয়োজন করা হয়।
আয়োজকরা বলেন “আপনি এই প্রদর্শনীর যেখানেই দেখবেন, সেখানেই স্বয়ংক্রিয়ভাবে ঘটনাগুলোর অংশ হয়ে যাবেন। তবে, আপনাকে অবশ্যই এগুলো ভালোভাবে দেখতে হবে, আর রীতিনীতিতে বিশ্বাস করতে হবে।”
২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদশর্নী।