বড় কোনো প্রত্যাশা নয়, বাংলাদেশ ফুটবল দলের খেলার মান বাড়ানোই লক্ষ্য বলে জানালেন, নতুন মেয়াদে দায়িত্বে আসা প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সকালে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সাথে বৈঠক শেষে এমনটা জানান তিনি।
কয়েক বছর ধরে কোচ পরিবর্তন হয়ে আসলেও ফিফা র্যাংকিংয়ের তলানিতেই রয়ে গেছে বাংলাদেশ। ১৯২ নম্বরে অবস্থান লাল-সবুজদের। দ্বিতীয় মেয়াদে জামাল ভুঁইয়াদের দায়িত্ব নেবার পর স্প্যানিশ কোচ জানালেন, শুধু উন্নতি করাটাই তার মূল লক্ষ্য।
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন “একবছর জাতীয় দল নিয়ে কাজ করার পর আবারো এই দায়িত্ব পেলাম। দলটার খেলার মান বাড়াতে চাই। বাড়তি কোনো প্রত্যাশা নাই আমার।”
আগামী জুনে রয়েছে ফিফা উইন্ডো। সেখানে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাফুফে। কিন্তু প্রতিপক্ষ কে হবে তা ঠিক করেনি ন্যাশনাল টিমস কমিটি। দলের কোচিং প্যানেলের সরাসরি দায়িত্বে আসতে পারেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে গণমাধ্যমের এমন গুঞ্জনে কোনো সায় দিলেন না কাজী নাবিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে জুনে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ। তার আগে দল গোছানো নিয়ে বেশি মনযোগী দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।