সদ্য ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে চলতি বছরের শেষ প্রান্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মালম্বিদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্র (২৬ ডিসেম্বর) ও শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৩ দিন বন্ধ থাকছে অফিস।
তবে এর আগে ডিসেম্বর মাসে আরও একটি সরকারি ছুটি পাওয়া যাবে। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) থাকছে ছুটি। যদিও চলতি নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে।
এসএ