নতুন বছরের প্রথম দিনই দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত জানানো হয়, যা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা, পেট্রোল ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেলের মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করে বাংলাদেশে গত বছরের মার্চ মাস থেকে প্রতি মাসে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। জানুয়ারির জন্য বিশ্ববাজারের পরিস্থিতি পর্যালোচনা করে দেশের ভোক্তাদের সুবিধা দিতেই এই মূল্য হ্রাস করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে তেলের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল, যা নতুন বছরে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনা হলো। বছরের প্রথম দিনেই জ্বালানি তেলের দাম কমার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে ডিজেলের দাম কমায় কৃষি খাতে সেচ খরচ এবং পণ্য পরিবহন ব্যয় কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।