মুন্সীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে সদর থানা আওয়ামী লীগ সভাপতি মো. আফসার উদ্দিন ভূইয়া তার নেতাকর্মীদের নিয়ে বাসায় যাওয়ার সময় মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আসলে পূর্ব বিরোধের জেরে শহর ছাত্রলীগ সভাপতি নসিবুল ইসলাম নোবেল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর এবং তার নেতাকর্মীরা ইটপাটকেল মারে।
এ সময় সদর থানা আওয়ামী লীগ সভাপতি মো. আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাত হোসেন সানির সাথে তর্ক বিতর্কে জড়ায়। তর্ক বিতর্কের একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন ভূইয়া অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে যাওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা আমার কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। এতে আমার দুই তিনজন নেতাকর্মী মাথায় ও হতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে।
মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগ সভাপতি মো. আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন সানি আমার কর্মী বাবুর উপর হামলা করে গুরুতর আঘাত করে। তবে ইটপাটকেল ছুঁড়ে মারার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
শায়লা/ দীপ্ত নিউজ