প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গমাতা ছিলেন জাতির পিতার অনুপ্রেরণা। ১৫ আগস্ট ঘাতকদের কাছে জীবনভিক্ষা চাননি মহীয়সী নারী বেগম মুজিব। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।
সরাসরি রাজনীতি না করলেও বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতার রাজনৈতিক সহযোদ্ধা। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকীর রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি কন্যা শেখ হাসিনা। এবছর স্বাধীনতা ক্যাটাগরিতে বঙ্গমাতা পদক পেয়েছেন প্রয়াত সাহারা খাতুন, শিক্ষায় নাছিমা জামান ববি, গবেষণায় সেঁজুতি সাহা, সংস্কৃতিতে অনিমা মুক্তি গোমেজ। ক্রীড়াক্ষেত্রে বঙ্গমাতা পদক পেয়েছেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্য।
অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শৈশবে তার মায়ের জীবন ছিলো কষ্টের। বঙ্গমাতা কখনোই বঙ্গবন্ধুকে রাজনীতি করতে বাধা দেননি, সবসময় পাশে ছিলেন।
বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার গোপন ইচ্ছার বিষয়টি আগে ভোগ জানতেন বেগম মুজিব। ছয় দফার সময় বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি মানতে নারাজ ছিলেন বঙ্গমাতা।
বঙ্গমাতার কাছ থেকে ত্যাগের শিক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল/ দীপ্ত সংবাদ