মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। দীর্ঘ সাড়ে ছয় ঘন্টার প্রচেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
তদন্ত কমিটি নিম্নরূপ :
১। লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)-সভাপতি
২। জনাব দিনমনি শর্মা, উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা-সদস্য
৩। জনাব মোঃ শাহিন আলম, সিনিয়র স্টেশন অফিসার, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন- সদস্য
৪। জনাব অধীর চন্দ্র, ওয়ারহাউজ ইন্সপেক্টর-সদস্য
৫। জনাব মোঃ বজলুর রশিদ, উপসহকারী পরিচালক, জোন-১, ঢাকা-সদস্য সচিব
তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।
আল/দীপ্ত