রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তর।
তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা এখনও নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। দীর্ঘ সাড়ে ছয় ঘন্টার প্রচেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত।
আফ/দীপ্ত সংবাদ