ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। ফলে ঈদযাত্রার ৫ম দিনে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।
সোমবার (৮ এপ্রিল) সকালে মহাসড়কের কোথাও কোনো পরিবহনের ধীরগতি বা চাপ দেখা যায়নি।
ঈদের কয়েকদিন আগেও যেই মহাসড়কে চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো সেই পথ দিয়ে নির্বিঘ্নে গাড়ি চলছে।
ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহনগুলো বিরতিহীনভাবে চলাচল করছে। ফলে কোনো ভোগান্তি বা যানজট ছাড়াই অনায়াসে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে মানুষ।
একইভাবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলোও স্বাভাবিক গতিতে চলাচল করছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কারণে এবার স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে সবাই।
আল / দীপ্ত সংবাদ