বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) ভোরে পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত বুলু মিয়া বৈলগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের আজান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। এ সময় মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ