আহবায়ক কমিটি ঘোষণার দুই মাসের মধ্যেই বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ মে) ৪১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির আহবায়ক সিনিয়র সাংবাদিক মুনজুরুল করিম ও সদস্য সচিব শাহাদাৎ স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এ কমিটির নাম প্রকাশ করা হয়।
বগুড়া জেলার যেসকল গণমাধ্যমকর্মী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও বগুড়া থেকে জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে নিয়োজিত পেশাদারদের নিয়ে এ আহবায়ক কমিটি গঠন করে।
বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের উপদেষ্টা পরিষদে রয়েছেন, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার (সরকারের সচিব পদমর্যাদা) নজরুল ইসলাম, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কৃষিবিদ ও শিল্পপতি মোস্তাফিজুর রহমান শ্যামল, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সিনিয়র সহ–সভাপতি ম. আব্দুর রাজ্জাক, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে আছেন মুনজুরুল করিম। আর যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৮জন। তারা হলেন, পূর্ব পশ্চিম ডটকমের সম্পাদক এ বি এম জাকিরুল হক টিটন, সিনিয়র সাংবাদিক এইচ এম বাবু, নিউজ২৪ এর মারুফা রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মির্জা সেলিম রেজা, দৈনিক ইত্তেফাকের বগুড়া প্রতিনিধি মিলন রহমান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সমুদ্র হক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ও প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ।
সংগঠনটির সদস্য সচিব শাহাদাৎ স্বপন এবং যুগ্ম সদস্য সচিব ৮ জন। তারা হলেন, চ্যানেল ২৪ এর আসিফ জাহাঙ্গীর, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সাধারণ সম্পাদক জে এম রউফ, দেশ রূপান্তরের প্রতীক এজাজ, সমকালের শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের বগুড়া প্রতিনিধি আব্দুর রহমান টুলু, বগুড়ার বাসস প্রতিনিধি এএইচএম আখতারুজ্জামান, বগুড়ার বাংলাভিশন প্রতিনিধি আব্দুর রহিম বগ্রা এবং ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আজাদ আহমেদ।
সংগঠনে ১ নং সদস্য হলেন চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক শান্ত মাহমুদ। আর ৪০ জন কে নির্বাহী সদস্য করা হয়েছে।
এর আগে গত রমজান মাসে (৮ এপ্রিল) এক ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানে কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়। সেসময় তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
আফ/দীপ্ত নিউজ