১৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘মিল্টন‘। স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে এটি ক্যাটাগরি–৫ মাত্রার হারিকেনে রূপ নেয়।
আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে হারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত ২২৬ জন মারা যায়। বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ।