ফুটবলের পর এবার ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে চলেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘আইএল টি–টোয়েন্টি’র সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে দেশটি।
এই চুক্তির ফলে সৌদি আরবেও ‘আইএল টি–টোয়েন্টি’র ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পথ খুলে গেল। সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন এবং ‘আইএল টি–টোয়েন্টি’র মধ্যে এই অংশীদারিত্বের ফলে শুধু ম্যাচ আয়োজনই নয়, সৌদি আরবে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং খেলার মানোন্নয়নের জন্যও একসঙ্গে কাজ করবে দুই পক্ষ।
এছাড়া ‘আইএল টি–টোয়েন্টি’র প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামে অন্তত একজন সৌদি খেলোয়াড় দলে নেয়ার নিয়ম করা হয়েছে। আগামী বছরগুলোতে সৌদি আরবেও নিয়মিত ম্যাচ আয়োজন করা হবে। আসন্ন মৌসুম (২ ডিসেম্বর) থেকেই এই চুক্তি কার্যকর হবে বলে জানা যায়।
সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল–সৌদ বলেন, “এই অংশীদারিত্ব ক্রিকেটের বিকাশ, খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ এবং অবকাঠামো ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এটি ভিশন ২০৩০–এর লক্ষ্য পূরণেও সহায়ক হবে।”
‘আইএল টি–টোয়েন্টি’র চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, “সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক।”
টুর্নামেন্টের সিইও ডেভিড হোয়াইট যোগ করেন, “এটি সৌদি ক্রিকেটারদের বিকাশ ও বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের জন্য অসাধারণ সুযোগ।”