বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না৷
সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগরী জামায়াত দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।’
তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারে নি৷ তাহলে সরকারের কাজটা কি? এই ঘটনার জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত৷’
তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে৷ ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না৷’
জামায়াত আমির বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না৷ ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেবো কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না৷ আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেনো ন্যায়সঙ্গত হয়।
এসএ