ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে নেয়া হয়েছে। ‘এমভি আবদুল্লাহ’ নামের কয়লাবাহী জাহাজটিতে থাকা ২৩ নাবিককে জিম্মি করে রেখেছে দস্যুরা। বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা দিয়েছেন তারা।
এদিকে জাহাজটিতে থাকা ২৩ নাবিকের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা ও জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। তাকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টার পর মা ও স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সবশেষ কথা হয় আতিকুল্লাহ খানের।
জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের স্ত্রী বলেন, বিকেল পাঁচটার দিকে কথা হয়েছিল; বলেছেন, দোয়া কর। আমাদের সোমালিয়ায় নিয়ে যাচ্ছে, ফোন নিয়ে নিচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না। এটাই শেষ কথা। এরপর আর কথা হয়নি।
এদিকে জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন। তারা হলেন– ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ, চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খান, দ্বিতীয় কর্মকর্তা মোজাহেরুল ইসলাম চৌধুরী, তৃতীয় কর্মকর্তা মো. তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট মো. সাব্বির হোসেন, প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান, দ্বিতীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, তৃতীয় প্রকৌশলী মো. রোকন উদ্দিন, চতুর্থ প্রকৌশলী তানভীর আহমদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল উল্লাহ, এবি মো. আনোয়ারুল হক, এবি মো. আসিফুর রহমান, এবি সাজ্জাদ হোসেন, ওএস জয় মাহমুদ, ওএস মো. নাজমুল হক, ওএস আইনুল হক, অয়েলার মোহাম্মদ শামসউদ্দিন, মো. আলী হোসেন, ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিল, চিফ কুক মো. শফিকুল ইসলাম, জিএস মো. নূর উদ্দিন ও ফিটার মো. সালেহ আহমেদ। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রামের বলে জানা গেছে।
আল–আমিন/এজে/দীপ্ত সংবাদ