মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজধানীর মিরপুরে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জুন) রাত ৮টার দিকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানা এলাকার মিরপুর ১৩ নম্বরে পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কাফরুল থানার পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, যারা পুলিশ সদস্যের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে বেশ কয়েক দফা টিয়ার গ্যাস ছোড়া হয়।
এদিকে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন বলেন, যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয় সেই স্ট্যাটাস দেয়া ব্যক্তি সোহেল রানাকে আমরা আটক করেছি। জনতার মারধরের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সুস্থ হলে পরবর্তীতে সে কী কারণে এ ধরনের স্ট্যাটাস দিয়েছে এসব বিষয় জানতে চাওয়া হবে এবং বিষয়টি তদন্ত করা হবে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পেতে হয়। রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমি/দীপ্ত নিউজ