সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, আবারও হয়তো শাকিবের সংসারে ফিরছেন অপু বিশ্বাস। কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেল রোববার (১৩ আগস্ট) বেলা ৩টা ৪৫ মিনিটে।
এ সময় অপু বিশ্বাস তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখেন ‘গট ম্যারেড’।
অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে।
অপু জানান, মজার ঘটনা ঘটে গেছে। হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।
এদিকে, শুক্রবার (১১ আগস্ট) একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে—স্থানীয় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।
তবে হ্যাকারদের কবলে অপুর আইডি কিনা এ বিষয়টি জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি জানান, গট ম্যারেড স্ট্যাটাসটি একটি ভুলের ফসল।
তিনি বলেন, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।
এবার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। তাতশিল্প নিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। এখানে সাইমনকে দেখা গেছে রাজু নামের একজন তাত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ