আবারও বেড়েছে স্বর্ণের দাম। রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্য কার্যকর হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস মনিটরিং–এর সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬,৩০০ টাকা। আগে যা ছিল ১,৩৪,৫৮৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ১,৭১৭ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১,৩০,০৯২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১,১১,৯৭৫ টাকা, আর সনাতনী স্বর্ণের দাম ১,১০,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রুপার দামও কিছুটা সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,৮১৮ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৪ টাকা এবং ১৮ ক্যারেট ২,২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতনী রুপার ভরি বিক্রি হবে ১,৮১৮ টাকায়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে স্থানীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে। উল্লেখ্য, স্বর্ণ বিক্রির সময় নির্ধারিত মূল্য ছাড়াও ভ্যাট ও মণিকর (মেকিং চার্জ) যুক্ত হবে।