১৩
আরব আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষে চলমান পাকিস্তান সুপার লিগে আবারও ফিরেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মোকাবেলা করবে রিশাদে দল লাহোর কালান্দার্স। পিএসএলর ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে লাহোর কালান্দার্সকে জয়ী হতেই হবে।
২১ বছর বয়সী এই স্পিনার কালান্দার্সের হয়ে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু মাঝপথে আরব আমিরাতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে তিনি বাংলাদেশ দলে যোগ দেন।
পিএসএলে অভিষেকটা ভালোই হয়েছে রিশাদের। পাঁচ ম্যাচে কালান্দার্সের হয়ে রিশাদ ১৬.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন।