ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরামের বন্যাদুর্গত ৭শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের আয়োজনে শুক্রবার (১২ জুলাই) বিকালে পরশুরামে চিথলিয়া ইউনিয়নের মালিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী–১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বন্যাকবলিতদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ৭‘শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অঞ্চলে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে জেলা পরিষদ সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে– চাল, ডাল, তেল, আলু সহ শুকনো খাবার।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো, জসিম উদ্দিন, ফেনী জেলা পরিষদের সদস্য নুরুল আফসার আপন প্রমুখ।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১ জুলাই রাতে মুহুরী–কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০টি স্থানে ভেঙ্গে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, মাঠের ফসল, মাছের ঘের ভেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মামুন/ আল / দীপ্ত সংবাদ