ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে অভিযান চালিয়ে ১২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৪ হাজার ১২০ পিস ইয়াবা সহ মাদক কারবারী মো. জাকির আহম্মদ (২৮) কে আটক করেছে র্যাব। বুধবার (১৭ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
আটককৃত জাকির কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।
র্যাব–৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারী দাগনভূঞার সিলোনিয়া বাজারস্থ হাজী ইসমাইল টাওয়ারের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের একটি দল বুধবার দুপুরে ওই স্থানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ ব্যক্তি কৌললে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ২১টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ৪ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে সুকৌশলে দীর্ঘদিন কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট স্বল্পমূল্যে ক্রয় করে ফেনী ও নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ