শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

ফেনীতে ১৮৩৭ জনকে ছাতা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

ফেনীর ফাজিলপুরে সমাজসেবা বিভাগের নিরাপত্তা কর্মসূচির সুফলভোগী লাইভ ভেরিফিকেশনে আসা ব্যক্তিদের ছাতা উপহার, নাস্তা ও পানি দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন।

রোববার (২০ আগস্ট) সকালে ইউপি প্রাঙ্গনে আয়োজিত ভেরিফিকেশন অনুষ্ঠানে চেয়ারম্যান রিপন সবার হাতে এ উপহার তুলে দেন।

ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন জানান, জেলা জুড়ে বিভিন্ন ইউনিয়নে সমাজসেবা বিভাগের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত ব্যক্তিদের মাঝে লাইভ ভেরিফিকেশন চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ রোববার দিনভর ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভেরিফিকেশন চলবে। যারা সামাজিক নিরাপত্তা তহবিলের সুবিধাভোগী তারা সবাই কোন না কোন ভাবে অসহায়। এজন্য আমার ইউনিয়নের সকল ভাতাভোগীদের জন্য আমি ১টি করে ১৮৩৭ জনকে ছাতা, নাস্তা ও পানি উপহার হিসেবে দিয়েছি। বৃষ্টি ও রোদ্রের সময়ে ছাতা ব্যবহারে তারা উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সদস্য ইকবাল হোসেন, মহি উদ্দিন, মো. শাহা আলম, বেলায়েত হোসেন, জসীম উদ্দীন, গোলাম মাওলা, নুরুল আলম, আলা উদ্দিন, খান সাহেব, সংরক্ষিত মহিলা সদস্য কামরুজজাহান রেহানা, স্বপ্না রানী মজুমদার, রহিমা আক্তার পারুল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহসীন অপু, সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।

দিনভর লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী খুরশিদ আলম পাটোয়ারী, কাজী আজিজুল হক, শাহীন আক্তার সুলতানা, গৌরী প্রভা মজুমদার, নাজমা বেগম।

ইউনিয়ন সমাজকর্মী খুরশিদ আলম পাটোয়ারী জানান, লাইভ ভেরিফিকেশন এর মাধ্যমে ফাজিলপুর ইউনিয়নের ১৮৩৭ জন ভাতাভোগী স্বশরীরে উপস্থিত হন। তাদের ছবি ও কাগজপত্র ও মোবাইল নাম্বার এ সময় যাচাইবাছাই করা হচ্ছে।

সমাজসেবা বিভাগের তথ্যমতে, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বয়স্ক ১০৩৯ জন,৪০৬ জন বিধবা, ৩৯২ জন প্রতিবন্ধী সহ মোট ১৮৩৭ জন ভাতাভোগী রয়েছে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More