ফেনী পৌর এলাকায় অটোরিক্সা ও স্কেভেটর মেশিনের মুখোমুখি সংঘর্ষে মো. লিমন (১৩) নামে এক অটোরিক্সা চালক নিহত এবং আহত হয়েছেন আরও ৫জন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে ফেনী সুলতানপুর এলাকায় ধর্মপুর সড়কে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলতানপুর এলাকায় অটোরিক্সা ও স্কেভেটর মেশিন (মাটি কাটার যন্ত্র) গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মো. লিমন(১৩) নামে এক কিশোর মারা যায়।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
দুর্ঘটনায় আহত যাত্রী মুন্না(১৭) ও রাতুলকে(১৮) ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রাকিব(১৪), শাকিল(২২) ও রাকিব ২০) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুজন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ও আহত পাঁচজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ফেনী মডেল থানার এসআই এমরান জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর স্কেভেটর মেশিন চালক পালিয়ে যায় তবে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।
মামুন/এসএ/দীপ্ত নিউজ