শিয়ালের মাংস বিক্রির সময় ফেনীতে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুন) দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন– খুলনা বাগেরহাট উপজেলার মোরেলগঞ্জের আবুল হোসেনের ছেলে মো. শিপন (৩০)। সে বর্তমানে ফেনী পৌর এলাকার সুলতানপুরে বসবাস করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, ফেনী সদর উপজেলা গেইটের বিপরীতে শিয়ালের মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিজালনা করি। ঘটনাস্থলে গিয়ে মো. শিপন নামে এ ব্যক্তিকে শিয়ালের মাংস, মাথা ও চামড়া বিক্রির উদ্দেশ্যে বাজারে প্রদর্শন করতে দেখে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা শিয়ালের মাংস উপজেলার ভেতরে মাটি দিয়ে পুঁতে ফেলা হয়।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান জানান, জরিমানার মাধ্যমে এ সংক্রান্ত অপরাধে জড়িত অন্যদেরও সতর্ক করা হয়েছে। কোনো বন্যপ্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ।
আবদুল্লাহ আল-মামুনআফ/দীপ্ত নিউজ