ফেনীর বিভিন্ন ইউনিয়নে সরকার দলীয়দের হামলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী আহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন– ফেনীর নাজির রোডের মোহাম্মদ হামিদের ছেলে ইয়াছিন (৪০), বারাহীপুরের মো. মনিরের ছেলে মো. রহিম (৩৪), আনোয়ার হোসেনের ছেলে আবুল হোসেন (৩২), বগইড লক্ষীয়ারার আবদুল কুদ্দুসের ছেলে ইয়াছিন আরাফাত (২৮), পাঁছগাছিয়ার এনামুল হকের ছেলে আমিনুল হক আরিফ (২৫) মোটবি ইউনিয়নের আবদুর রউফের ছেলে জাফর উল্লাহ বাদল (৪০)।
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) বিএনপি‘র জন সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের বাড়ীঘরে হামলা–ভাংচুর করা হচ্ছে। সকল প্রতিকূলতার মধ্যেও শুক্রবার বিএনপির জনসমাবেশ করা হবে বলেও জানান তিনি।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এএসএম সোহরাব আল হোসাইন তানভীর জানান, মারামারির ঘটনায় ৮ জন আহত রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ