বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে নিহত ফেনীর ১১ শহীদের স্মরণে ‘জুলাই–২৪’ শহীদ চত্বরের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের ফেনী জেনারেল হাসপাতাল মোড় এলাকায় এ চত্বরের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ–পরিচালক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা।
জানা গেছে, গত ৪ আগস্ট গণঅভ্যুত্থানে মহিপালে ছাত্র–জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। এছাড়া, ফেনীর আরো দুই শহীদ ঢাকায় ও চাঁদপুরে প্রাণ হারান। সর্বমোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতেই এই চত্বর তৈরি করা হয়েছে।
‘জুলাই–২৪’ শহীদ চত্বরটি ‘জেড’ আকৃতি, অর্থাৎ শেষ প্রজন্ম বা ‘জেড জেনারেশন’ রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পুরো গোলচত্বরে ১১ শহীদের জন্য ১১টি ফলকও নির্মাণ করা হয়। ফেনী পৌরসভার অর্থায়নে সর্বমোট ২৬ লাখ টাকা ব্যয়ে এই চত্বর তৈরি করা হয়।
আল/মামুন