ফেনীতে মাদকদ্রব্য ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ থেকে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দের মধ্যে দুইজন স্থানীয় ছাত্রলীগের নেতা।
গ্রেফতাররা হলেন: ওসমান গনি লিটন (২৪), কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২) ও সাফওয়ান বিন এনায়েত রাফি (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে থাকা তিন যুবককে আটক করে অভিযান চালালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটর সাইকেল ও দুটি মুঠোফোন।
পুলিশের একটি সুত্র জানায়, আটক ওসমান গনি লিটন পৌর এলাকার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাফোয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ এর এসআই জসিম উদ্দিন জানান, ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে পুলিশ।
এমি/দীপ্ত