অবৈধভাবে ঝুঁকিপূর্ণ উপায়ে মশার কয়েল উৎপাদন ও বাজারজাতের অপরাধে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ফেনীর দাগনভূঞায় উপজেলার মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালসে অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, কারখানাটি সিএম লাইসেন্স ছাড়াই কয়েল উৎপাদন করছে। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান, পরিদর্শক(মেট্রোলজি), এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ