ফেনীতে অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার আসামী সবুজ বেপারী (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে লুন্ঠিত মোবাইলসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) সকালে তাকে লক্ষীপুর জেলার চর রমনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২৮ এপ্রিল রাতে ফেনী শহরের কলেজ রোড এলাকায় রেল স্টেশন অভিমুখী একটি অটোরিকশা থামিয়ে এক দম্পতির মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তিন সদস্যের ছিনতাইকারী চক্র। ওই ঘটনায় ৩ মে ফেনী মডেল থানায় মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ।
তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করে লক্ষীপুর জেলার চর রমনী এলাকায় অভিযান চালিয়ে সবুজ বেপারী নামে একজনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ বেপারী জিজ্ঞাসাবাদে জানায়, লুন্ঠিত স্বর্ণালংকার লক্ষীপুর জেলার সদর থানা রোডস্থ মায়া শিল্পালয় দোকানে বিক্রি করেন। পরবর্তীতে মায়া শিল্পালয় দোকানে অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণালংকার ক্রেতা দোকানের মালিক রঞ্জিত সেন (৫৭) এর হেফাজত থাকা ৭৫ হাজার টাকা মূল্যের লুন্ঠিত ২টি স্বর্ণের আংটি উদ্ধার করেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন ছিনতাই এর ঘটনায় একজনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।
আফ/দীপ্ত সংবাদ