শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

ফুলগাজী উপজেলা পরিষদে মিললো বিষধর গোখরা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ ৬৭ ফুট দৈর্ঘ্যের একটি সাপ উদ্ধার করেন সাপুড়ে।

জানা গেছে, চলতি মাসের ১৭ আগস্ট উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাপের ডিমসহ একটি গোখরা সাপ উদ্ধার করা হয়। ২০১৮ সালের ১১ আগস্ট ফুলগাজী থানা প্রাঙ্গণ, একই বছরের ১৬ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বাংলো থেকেও সাপ উদ্ধার করা হয়। এছাড়া ২০১৮ সালের ৬ এপ্রিল ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর থেকে ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে ফেনী সামাজিক বন বিভাগ।

সাপুড়ে রজত বলেন, ‘একটি গোখরা সাপ সাধারণত ২২ থেকে ৩২ অথবা ৪২টি ডিম পাড়ে। সে হিসেবে এখানে আরও সাপ থাকার সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন বলেন, ‘প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেও সাপের উপদ্রব দেখা গেছে। এজন্য ঝোপঝাড় কেটে পরিস্কার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মান্নান মজুমদার বলেন, ‘শুধু উপজেলা পরিষদ প্রাঙ্গণেই নয়, কিছুদিন আগের বন্যার কারণে নদীর পাশে গড়ে উঠা জনবসতিতেও বিষধর সাপের আনাগোনা বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে। ওঝা বা বৈদ্যর কাছে নিলে কেবলমাত্র সময়ই নষ্টই হয় না রোগীর অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়ে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, ‘উপজেলা প্রাঙ্গণে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ওষুধ ছিটানো হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More