প্রিয় বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের বড় তারকা মার্সেলো ভিয়েরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী এই লেফট ব্যাক।
রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়দের একজন মার্সেলো। তারই স্বদেশি রবার্তো কার্লোসের উত্তরসূরি হিসেবে রিয়ালের অফহোয়াইট জার্সি গায়ে চড়িয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বাঁ প্রান্তে দারুণ জুটি গড়েছিলেন মার্সেলো। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ইতিহাসে লেখা থাকবে।
রিয়ালে সাড়ে পনেরো বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগার শিরোপা জেতা মার্সেলো ইনস্টাগ্রামে তার ক্যারিয়ারের চুম্বক অংশগুলোর একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।