ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, কেসি কলেজ প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষে তৌফিক হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রত্না খাতুন, কেসি কলেজ ছাত্রদের পক্ষে তাসদিদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে। ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তা রিতিমতো মানবতার চরম লংঘন। ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম,ভবিষ্যতেও থাকবো।
ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বয়কট করার আহবান জানান তারা। শেষে এ নির্মম হত্যায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শাহরিয়ার/আল