ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) ‘দ্য এমভি লেডি মেরি জয়–থ্রি‘ নামের যাত্রীবাহী ফেরিটিতে আগুন ধরে।
যাত্রীবাহী ফেরিটি আরেকটি দ্বীপে যাচ্ছিল। দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাদেশিক গভর্নর জানিয়েছেন ফেরিটি প্রায় আড়াইশো জন যাত্রী ও ক্রু নিয়ে জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিন্দানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান, ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, একসঙ্গে ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।
ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ