পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।
সোমবার (১২ জুন) মধ্যরাতে অসুস্থ বোধ করায়, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা–নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন।
তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) বিকালে বাসায় যাবেন।“
খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল খালেদা জিয়াকে। তখন তার চিকিৎসকরা জানিয়েছিলেন, তার মূল রোগের চিকিৎসা দেশে সম্ভব না।
তার হৃদপিণ্ডে এখনও ২টি ব্লক আছে। অ্যান্ডোসকপি করার পর মেডিকেল বোর্ড লিভার ট্রান্সপ্লান্ট করা যায় এমন দেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার সুপারিশ করেছেন চিকিৎসকরা।
৭৭ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।
এসএ/দীপ্ত নিউজ