সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজ। শুরুতে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ সদস্যের দল ঘোষণা করলেও ফিফার নিয়মানুযায়ী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াড হবে ২৩ জনের। এতে বাদ পরে যায় চারজন।
বাদ পরেছেন আশিকুর রহমান শ্রাবণ, শহিদুল আলম সোহেল সঙ্গে বাদ পড়েছেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার ইমন শাহরিয়ার।
শনিবার (২৫ মার্চ) আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে এবং দ্বিতীয়টি তিন দিন পরে ২৮ মার্চ। শনিবারের ম্যাচের জন্য ক্যাবরেরা দুজন গোলরক্ষক রেখেছেন।
এই চারজন শনিবারের ম্যাচে বাদ পড়লেও থাকবেন দলের সঙ্গেই। দ্বিতীয় ম্যাচের আগে নতুন করে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেবেন কোচ।
আজকের ম্যাচ সামনে রেখে ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া ফরোয়ার্ড এলিটা কিংসলে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে তার। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
অনু/দীপ্ত সংবাদ