যেসব নথিপত্রের ভিত্তিতে আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফিফা, সেগুলো বাফুফ কার্যালয়ে পৌঁছেছে। এগুলো বিচার–বিশ্লেষণ করা হচ্ছে। তবে, সোহাগের আইনজীবী আজমালুল হোসেন দাবি করেছেন, ফিফা সঠিক তথ্য–প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি।
আর্থিক জালিয়াতির অভিযোগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফে‘র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের বিশ্ব সংস্থা– ফিফা। এর পরপরই তাকে সরিয়ে দেয় বাফুফে।
মঙ্গলবার ফিফার নথিপত্র পেয়েছে বাফুফে। তা এখন বিচার–বিশ্লেষণ করা হচ্ছে বলে, বুধবার সংবাদ সম্মেলনে জানায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, একই দিন রাজধানীর একটি হোটেলে আইনজীবীকে নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন আবু নাঈম সোহাগ। সোহাগের বিরুদ্ধে আনা ফিফার অভিযোগ অনুমাননির্ভর বলে দাবি করেন তার আইনজীবী।
আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে, ফিফার সদর দপ্তর জুরিখে শুনানি হয়। সেখানে উপস্থিত হয়ে, নাঈম তার ব্যাখ্যা দেন। কিন্তু ফিফা এতে সন্তুষ্ট হয়নি।
আল/দীপ্ত সংবাদ