প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের হারের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। দুই ধাপ পিছিয়ে এখন ১৮৬ নম্বরে আছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। র্যাঙ্কিংয়ে অবনতি হলেও রেটিং পয়েন্ট সামান্য বেড়েছে জামাল ভূঁইয়াদের—০.০৪।
৫ সেপ্টেম্বর ভুটান সফরে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১–০ গোলে হারায় বাংলাদেশ। দুই দিন পর ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায় লাল–সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬.৬৭। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তাদের অবস্থান এখন ১৮৪–তে।
এদিকে, ২ দশমিক চার–ছয় পয়েন্ট হারালেও র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। পরের চারটি অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।
মোহাম্মদ হাসিব/এসএ