সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ১৮৪ তম স্থান থেকে ১৮৩ তে উঠে এসেছে হামজা–শমিতরা। একই সঙ্গে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনাও, তবে অবনতি হয়েছে ব্রাজিলের।
শুক্রবার (১৭ অক্টোবর) ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং থেকে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
র্যাঙ্কিং হালনাগাদের আগে এশিয়ান কাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হোম ম্যাচে হংকংয়ের কাছে ৪–৩ গোলে হারলেও, হংকংয়ে গিয়ে ১–১ গোলে ড্র করে জামাল ভূঁইয়ারা। ফলাফল অনুকূলে না এলেও, তুলনামূলকভাবে অন্য দলের পতনের কারণে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
তবে পয়েন্টে কমেছে বাংলাদেশ দলের। আগের ৮৯৯.২৪ পয়েন্ট থেকে এখন বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৯৪।৪। কমেছে ৫.১৮ পয়েন্ট। মূলত ব্রুনেই দারুসসালামের ১৯ পয়েন্ট হারিয়ে ১৮৩ থেকে ১৮৫–এ নেমে যাওয়ায় এগিয়েছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ৩ নম্বর থেকে ২–এ উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্স নেমে গেছে তিনে। শীর্ষ ৭ দলের মধ্যে কিছুটা অদলবদল ঘটেছে। ৬ থেকে ৭ নম্বরে নেমে গেছে ব্রাজিল, আর ৬ এ উঠে এসেছে নেদারল্যান্ডস। আগের অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড (৪) ও পর্তুগাল (৫)।