কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো এক নতুন পালক। এবার ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে অনুষ্ঠিত হয় ২০২২ সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমি মার্টিনেজ।
বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিততে তিনি দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও সেভিয়ার মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনুকে পেছনে ফেলেছেন। তবে ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশে গোলবারের দায়িত্ব পেয়েছেন কোর্তোয়া। বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজের কাছে হারলেও সেরা একাদশে থাকার লড়াইয়ে জয়ী তিনি।
এদিন গত ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা একাদশও ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে এক গোলরক্ষকের সঙ্গে তিনজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ড জায়গা পেয়েছেন।
তিন ডিফেন্ডারের একজন পিএসজির আশরাফ হাকিমি। বাকি দুই সঙ্গী লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও কিছু দিন আগে ম্যানসিটি থেকে জার্মান ক্লান বায়ার্ন মিউনিখে যোগ দেয়া জোয়াও কানসেলো।
এমি/দীপ্ত