অবশেষে তুরস্কের পার্লামেন্টে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) তুরস্ক সরকার ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদ অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার এই নিকটতম প্রতিবেশী দেশের ন্যাটো সদস্যপদ পাওয়ার পথের বাধা উঠে গেল।
বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতাদের মধ্যে ২৭৬ জন ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মাত্র একদিন আগে, ন্যাটোর সদস্য দেশ হাঙ্গেরির পার্লামেন্টেও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টির প্রস্তাব পাশ হয়। তবে ৩০ দেশের জোটের মধ্যে তুরস্কের পার্লামেন্টই সবার শেষে বিষয়টি নিশ্চিত করল।
তুরস্কের পার্লামেন্টে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবটি অনুমোদিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো। তিনি ন্যাটোর ৩০টি সদস্য রাষ্ট্রকে তার দেশের জোটে যোগদানের আবেদনকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানান।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘আমি প্রত্যেককে তাদের বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ফিনল্যান্ড একটি শক্তিশালী এবং সক্ষম মিত্র হবে যারা জোটের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে এমন গোষ্ঠীর ওপর ক্র্যাকডাউন চালানো এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি খুলে দেয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেয়ার পরই কেবল ফিনল্যান্ড তার দেশের সমর্থন পাবে।
এফএম/দীপ্ত সংবাদ