বিপিএলের একাদশ আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের বরিশাল। ফলে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং।
এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস।
ফরচুন বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগাং কিংসের একাদশ : খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।