বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ জনবল তৈরিতে কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ইতোমধ্যে ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

এই ইনস্টিটিউটে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক ইনভেস্টিগেশন, ফরেনসিক সায়েন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেনসিকস এবং ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ জনবল তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা চুক্তি হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ।

গবেষণায় যুক্তরাজ্যে তৃতীয় ও ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে থাকা ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে বিশ্বের ৮২টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে অধ্যয়নরত আছে। ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে রয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ফ্যাকাল্টি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য পুলিশকে ২৫ বছর ধরে নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছে।

ফরেনসিক সায়েন্স অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে নিজেদের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ।

আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সভায় ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

সভায় ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ফ্যাকাল্টির গ্লোবাল এনগেজমেন্টের সহযোগী প্রধান অধ্যাপক ড. গ্যারি ডাল্টন, ইনস্টিটিউট অব ক্রিমিনাল জাস্টিস স্টাডিজের (আইসিজেএস) ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ারওয়াকার এবং ইউওপি গ্লোবালের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, ‘সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক ও ফিনেন্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইস্যু এখন স্থানীয় বা আঞ্চলিক নয়, বৈশ্বিক বিষয়।

তিনি বলেন, ‘এ বিষয়ে দক্ষ জনবল তৈরি হলে দেশের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বল্প খরচে শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণ দিতে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More