বিজ্ঞাপন
শনিবার, মে ১০, ২০২৫
শনিবার, মে ১০, ২০২৫

প্রীতি ম্যাচে নর্থ সাউথকে হারাল ইউল্যাব অ্যালামনাই ক্রিকেট টিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রীতি ম্যাচে নর্থ সাউথ অ্যালামনাই ক্রিকেট টিমকে হারিয়েছে ইউল্যাব অ্যালামনাই ক্রিকেট টিম।

শুক্রবার (৯ মে) ইউল্যাব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইউল্যাব টিমে এত বেশি অলরাউন্ডার ছিল যে, প্রচণ্ড গরমের মধ্যেও ইউল্যাব অধিনায়ক নাজিমের জন্য ম্যাচ পরিচালনা করা সহজ হয়ে পড়ে। ইউল্যাবের পেসাররা দুর্দান্ত সূচনা এনে দেয়, যারা ধারাবাহিকভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের গতি ও সুইংয়ের মাধ্যমে পরাস্ত করে। অন্যান্য বোলাররাও টাইট লাইন ও লেন্থ বজায় রেখে খুব ভালো বোলিং করে। ইউল্যাবের পেসার শপন ও আসিফ প্রত্যেকে ৩টি করে উইকেট নেয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটি মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ইউল্যাব টিম মাত্র ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। ওপেনার সোহেল মাত্র ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন। যিনি মাঝপথে টিটু এবং শেষে অধিনায়ক নাজিমের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে বড় ব্যবধানে ম্যাচ শেষ করেন।

আয়োজকরা এ​_বং উভয় দলের খেলোয়াড়রা ইউল্যাবকে এই সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজক হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি তারা স্পনসর YPAB এবং রিন্ড চিজ ফ্যাক্টরিকেও তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More