৩৬ বছরের অবসান ঘটিয়ে অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেসির হাতে উঠে বিশ্বকাপের সোনালী ট্রফি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের জুনেই বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। অবশ্য নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি।
তবে কেরালা সরকারের আমন্ত্রণে চলতি বছরে জুলাইয়ে ভারতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা। যেখানে তারা মুখোমুখি হবে ভারত জাতীয় দলের বিপক্ষে। দিন যতই পার হচ্ছে, গুঞ্জন যেন ততই ডালপালা মেলতে শুরু করেছে।
ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে এমন তথ্য। দুদিন ধরে ছড়িয়ে পড়া এই তথ্য আরও ভিত্তি পেয়েছে কেরালা অঙ্গরাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিমানের বক্তব্যের পর।
কেরালার ক্রীড়ামন্ত্রী জানান, ‘ফুটবল ভক্তদের জন্য এটা অনেক বড় একটি বিষয় হতে চলেছে। আমরা সত্যিই এটি আয়োজন করতে চাই।’
আব্দুররাহিমানের বক্তব্য, ‘বিশ্বচ্যাম্পিয়নরা এরইমাঝে জানিয়েছে তারা কেরালায় এসে খেলতে প্রস্তুত। এটা এমন কিছু যা কেরালার এবং পুরো ভারতের ফুটবল সমর্থকরা প্রত্যাশা করে।’ তবে, এর জন্য তাদের ৪ থেকে ৫ মিলিয়ন ডলারের খরচ হতে পারে।
অবশ্য ভারত বা বাংলাদেশে আর্জেন্টিনাকে আনার প্রক্রিয়া এবারই প্রথম না। আর্জেন্টিনাকে এর আগেও বাংলাদেশে আনার ব্যাপারে কথা হয়েছিল। জুন–জুলাই উইন্ডোতে তাদের আনার ব্যাপারে কথা এগিয়েছিলো বাফুফে। তবে ভেন্যু জটিলতায় শেষপর্যন্ত তাদের আনা হয়নি।
আল/ দীপ্ত সংবাদ