প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষকদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩৮ কোটি ৩২ লাখ টাকা (৫০০ মিলিয়ন জাপানি ইয়েন) অনুদান দিয়েছে জাপান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ও জাপানের মধ্যে এ সংক্রান্ত ‘বিনিময় নোট’ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিরোশি ইওয়ামা কিমিনোরি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ভিত্তিতে জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইওয়ামা বলেন, “মানবসম্পদ উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। ‘শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়’—এটি বিশ্বব্যাপী স্বীকৃত একটি সত্য। আমি বিশ্বাস করি, এই সহায়তা বাংলাদেশের বহু শিশুকে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ করে দেবে এবং এটি আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে কাজ করবে।”
ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (PEDP4) জন্য জাপান এ পর্যন্ত ২.৫ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৯০ কোটি টাকা) অনুদান দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের এই অনুদান প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।
এমএম/আল